স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধভাবে আবাদযোগ্য কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের নিলক্ষী বিষ্ণপুর (দাশপাড়া) এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কোনো ধরনের অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে তা অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় অভিযুক্তকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০”-এর ১৫ ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে চৌদ্দগ্রাম পৌরসভার একটি টিম এবং চৌদ্দগ্রাম থানার একটি পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযানের স্বচ্ছতা নিশ্চিত করতে যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, আবাদ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। এসব অনিয়ম রোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
সূত্র আরও জানায়, আবাদযোগ্য কৃষিজমি সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।












