কুমিল্লায় গুলি ভর্তি বিদেশী রিভলবারসহ অস্ত্রধারী সন্ত্রাসী কানা টিপু গ্রেপ্তার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকা থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশী রিভলবারসহ চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল টিপু ওরফে কানা টিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল নগরের দক্ষিণ চর্থা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত সন্ত্রাসী কুমিল্লার কোতয়ালি থানার দক্ষিণ চর্থা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুলকরিম ভ‚ইয়া এর ছেলে আব্দুল্লাহ আল টিপু ওরফে কানা টিপু (৩২)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী কানা টিপুর নামে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মোট ৯ টি মামলা রয়েছে।

এ ব্যাপারে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।

চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব ১১’র অধিনায়ক।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page