০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় যুব অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার কুমিল্লায় অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি একমাত্র ছেলে, বাকরুদ্ধ বাবা-মা বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক কামরুল নিহত মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় অবৈধ ইটভাট ‘‘মেসার্স বিএমবি ব্রিকসের’’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ কুমিল্লার ৯ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি; ২টি শরিক দলের জন্য ছাড়

কুমিল্লায় নৈশ প্রহরী খুন!

  • তারিখ : ০৬:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • 192

মাহফুজ নান্টু।।
কুমিল্লার বরুড়ার লক্ষীপুর ইউনিয়নে রাতের আঁধারে এক নৈশ প্রহরীকে খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে এ খুনের ঘটনা ঘটে। খুন হওয়া ব্যক্তি নলুয়া চাঁদপুর গ্রামের দোকানি বাড়ির বাসিন্দা আবুল হাশেম (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল হাশেম এলাকার নলুয়া চাঁদপুর বাস স্ট্যান্ডে দীর্ঘ দিন ধরে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। কিছু দিন আগে এলাকার বাবুল মিয়া(৫০) নামের এক ব্যাক্তির সাথে আবুল হাশেমের কথা কাটাকাটি হয়।

নিহত আবুল হাশেমের ভাগ্নে জহিরুল ইসলাম বলেন, আমার মামা আবুল হাশেম নৈশ প্রহরীর কাজ করেন। তার সাথে কাজ করেন সুরুজ মিয়া। শুক্রবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে আমার মামা ও সুরুজ মিয়া বাজারে একপাশে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছিলেন। এ সময় ওই এলাকার বাবুল মিয়া বাসস্ট্যান্ডে আসেন। এত রাতে বাস স্ট্যান্ডে আসার কারণ জানতে চাইলে বাবুল মিয়া আমার মামা নৈশ প্রহরী আবুল হাশেমের উপর ক্ষিপ্ত হয়ে যান। এক পর্যায়ে বাবুল মিয়া ও আবুল হাশেমের ধস্তাধস্তি শুরু হয়। পরে আবুল হাশেম মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

সুরুজ মিয়ার সাথে কথা বলতে চাইলে স্থানীয়রা জানান, ওই ঘটনা দেখার পর সুরুজ মিয়া খুবই অসুস্থ হয়ে পড়েছেন।

বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, নলুয়া চাঁদপুর বাজারের নৈশ প্রহরী আবুল হাশেম রাত আনুমানিক সাড়ে ১২ টা বা ১ টার দিকে বাজারে আগুন পোহাচ্ছিলেন। ওই সময় বাজারে পাশের বাড়ির বাবুল মিয়াকে বাজারে দেখেন নৈশপ্রহরী আবুল হাশেম। এক পর্যায়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে হঠাৎ আবুল হাশেম মাটিতে পড়ে যান বলে আমরা জানতে পেরেছি। তিনি আরো জানান, আমরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক কলেজে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন মামলা জমা হয়নি। ময়নাতদন্তের পর আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

নিহত আবুল হাশেমের ভাগ্নে জহিরুল ইসলাম বলেন আমরা স্বাক্ষী নিয়ে থানার দিকে যাচ্ছি। আমরা মামলা করবো।

error: Content is protected !!

কুমিল্লায় নৈশ প্রহরী খুন!

তারিখ : ০৬:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১

মাহফুজ নান্টু।।
কুমিল্লার বরুড়ার লক্ষীপুর ইউনিয়নে রাতের আঁধারে এক নৈশ প্রহরীকে খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে এ খুনের ঘটনা ঘটে। খুন হওয়া ব্যক্তি নলুয়া চাঁদপুর গ্রামের দোকানি বাড়ির বাসিন্দা আবুল হাশেম (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল হাশেম এলাকার নলুয়া চাঁদপুর বাস স্ট্যান্ডে দীর্ঘ দিন ধরে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। কিছু দিন আগে এলাকার বাবুল মিয়া(৫০) নামের এক ব্যাক্তির সাথে আবুল হাশেমের কথা কাটাকাটি হয়।

নিহত আবুল হাশেমের ভাগ্নে জহিরুল ইসলাম বলেন, আমার মামা আবুল হাশেম নৈশ প্রহরীর কাজ করেন। তার সাথে কাজ করেন সুরুজ মিয়া। শুক্রবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে আমার মামা ও সুরুজ মিয়া বাজারে একপাশে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছিলেন। এ সময় ওই এলাকার বাবুল মিয়া বাসস্ট্যান্ডে আসেন। এত রাতে বাস স্ট্যান্ডে আসার কারণ জানতে চাইলে বাবুল মিয়া আমার মামা নৈশ প্রহরী আবুল হাশেমের উপর ক্ষিপ্ত হয়ে যান। এক পর্যায়ে বাবুল মিয়া ও আবুল হাশেমের ধস্তাধস্তি শুরু হয়। পরে আবুল হাশেম মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

সুরুজ মিয়ার সাথে কথা বলতে চাইলে স্থানীয়রা জানান, ওই ঘটনা দেখার পর সুরুজ মিয়া খুবই অসুস্থ হয়ে পড়েছেন।

বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, নলুয়া চাঁদপুর বাজারের নৈশ প্রহরী আবুল হাশেম রাত আনুমানিক সাড়ে ১২ টা বা ১ টার দিকে বাজারে আগুন পোহাচ্ছিলেন। ওই সময় বাজারে পাশের বাড়ির বাবুল মিয়াকে বাজারে দেখেন নৈশপ্রহরী আবুল হাশেম। এক পর্যায়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে হঠাৎ আবুল হাশেম মাটিতে পড়ে যান বলে আমরা জানতে পেরেছি। তিনি আরো জানান, আমরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক কলেজে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন মামলা জমা হয়নি। ময়নাতদন্তের পর আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

নিহত আবুল হাশেমের ভাগ্নে জহিরুল ইসলাম বলেন আমরা স্বাক্ষী নিয়ে থানার দিকে যাচ্ছি। আমরা মামলা করবো।