কুমিল্লায় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা টাউন হল কনফারেন্স রুমে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কুমিল্লা মহানগর কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম (সিআইপি)র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ দুবাই শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার আহমেদ। শিক্ষক নেতা মোসলেহ উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দ. দুর্গাপুর ইউনিয়ন আ.লীগ সহসভাপতি আবুল কাসেম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ. দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম রুবেল, চান্দিনা পৌর ছাত্রলীগ সভাপতি এডভোকেট ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা বিদেশ থেকে দেশে পাঠিয়ে দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখছে।

তিনি এই রেমিটান্স যোদ্ধাদের সকল মন্ত্রণালয়ে সব সেবা অগ্রাধিকার দিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী জানান। এছাড়া, সমাপনী বক্তব্যে নূরুল ইসলাম বলেন, এ সংগঠনের সকল সদস্যদের সুখে দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতে পাশে থাকিব।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page