১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‎ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই যুবক, ৪ কেজি গাঁজা উদ্ধার ‎ব্রাহ্মণপাড়া চান্দলায় পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি কুবির মেডিকেল সেবা নিশ্চিতে শিক্ষার্থীদের ৮ দাবি ফের গ্রেপ্তার দেবিদ্বার পৌরসভার মেয়র শামিম হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত প্রথমবারের মতো কুবিতে পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ফ্যান-লাইট ও ফ্রিজের মাসিক বিল ১ লাখ ৬৭ হাজার টাকা! কুবি শিক্ষার্থীকে হত্যাকারীর শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ কুমিল্লায় ছাগল চুরি করতে গিয়ে ধরা খেল ৬ জন; গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কুবিতে নতুন করে চালু হচ্ছে ১৮ টি বিভাগ ও ৪টি ইনস্টিটিউট

কুমিল্লায় প্রেমিককে ডেকে নিয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দিল প্রেমিকা

  • তারিখ : ১০:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • 13

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় ফোনে ডেকে নিয়ে আরাফাত ইসলাম রবিন (২০) নামে এক যুবককে হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়দৈল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরাফাত ইসলাম রবিন পার্শ্ববর্তী আমতলী এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী রেজাউল করিমের ছেলে। পেট্রলের আগুনে রবিনের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বড়দৈল গ্রামের দক্ষিণ পাড়ার গাড়িচালক শফিক মিয়ার মেয়ে তাসফিয়া আক্তার রুমা (১৬) এবং তার ভাই মো. অনিক (২২)।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী রবিনের বাবা রেজাউল করিম।

মামলায় তিনি উল্লেখ করেন, তার ছেলে রবিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বড়দৈল গ্রামের দক্ষিণ পাড়ার গাড়িচালক শফিক মিয়ার মেয়ে তাসফিয়া আক্তার রুমার। বুধবার রাতে তাকে ফোন করে ডেকে আনে তাসফিয়া। রবিন বড়দৈল এলাকায় গেলে সেখানে শফিক মিয়ার ছেলে অনিক এবং রবিনের প্রেমিকা তাসফিয়া আক্তার রুমা তার হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় রবিনের চিৎকার স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অনিক ও রুমা। স্থানীয়রা রবিনের শরীরের জ্বলন্ত আগুন নিভিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রবিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার বলেন, এ ঘটনায় মূল দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামিরা মুখ খুলছে না। তদন্তের পর এ ঘটনার রহস্য জানা যাবে।

error: Content is protected !!

কুমিল্লায় প্রেমিককে ডেকে নিয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দিল প্রেমিকা

তারিখ : ১০:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় ফোনে ডেকে নিয়ে আরাফাত ইসলাম রবিন (২০) নামে এক যুবককে হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়দৈল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরাফাত ইসলাম রবিন পার্শ্ববর্তী আমতলী এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী রেজাউল করিমের ছেলে। পেট্রলের আগুনে রবিনের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বড়দৈল গ্রামের দক্ষিণ পাড়ার গাড়িচালক শফিক মিয়ার মেয়ে তাসফিয়া আক্তার রুমা (১৬) এবং তার ভাই মো. অনিক (২২)।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী রবিনের বাবা রেজাউল করিম।

মামলায় তিনি উল্লেখ করেন, তার ছেলে রবিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বড়দৈল গ্রামের দক্ষিণ পাড়ার গাড়িচালক শফিক মিয়ার মেয়ে তাসফিয়া আক্তার রুমার। বুধবার রাতে তাকে ফোন করে ডেকে আনে তাসফিয়া। রবিন বড়দৈল এলাকায় গেলে সেখানে শফিক মিয়ার ছেলে অনিক এবং রবিনের প্রেমিকা তাসফিয়া আক্তার রুমা তার হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় রবিনের চিৎকার স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অনিক ও রুমা। স্থানীয়রা রবিনের শরীরের জ্বলন্ত আগুন নিভিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রবিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার বলেন, এ ঘটনায় মূল দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামিরা মুখ খুলছে না। তদন্তের পর এ ঘটনার রহস্য জানা যাবে।