কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশে লাখো মানুষ জড়ো করার লক্ষ্য বিএনপির

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় আগামী ২৬ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জেলা ও মহানগর বিএনপি।

শনিবার বিকালে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে শুরু করে ইপিজেড, আশ্রাফপুর, চৌয়ারাসহ নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশ সফল করতে লিফলেট বিতরন করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে সভা করা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল কাইয়ূম, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

লিফলেট বিতরণের সময় জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লায় বিভাগীয় সমাবেশে লাখ লা্খ লোক জড়ো হবে।

সেজন্য বিএনপির নেতাকর্মীরা কাজ করছে। সাধারন মানুষ আমাদের আহব্বানে ব্যাপক সাড়া দিচ্ছে। এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সকল ভয়ভীতি উপেক্ষা করে আমাদের সমাবেশে এই লুটেরা আওয়ামী সরকারের বিরুদ্ধে সকল শ্রেনী পেশার মানুষ ঐক্যবদ্ধ হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page