কুমিল্লা অজিত গুহ কলেজ কতৃক আয়োজিত (মুজিব মানে মুক্তি) মঞ্চ নাটক

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল।।
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় কতৃক আয়োজিত বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে নির্মিত (মুজিব মানে মুক্তি) মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে মার্চ সন্ধ্যা ৭ টায় জেলার শিল্পকলা একাডেমিতে এ মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-( ৬) সদর আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার। কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমান, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজ পরিচালনা পর্ষদ এর সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হাসান ইমাম মজুমদার, অত্র কলেজের উপাধ্যাক্ষ মোঃ মোস্তাক আহমেদ।

এছাড়াও কলেজর ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা বৃন্দ, আগত অতিথি ও অন্যান্য শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে আয়োজিত মঞ্চ নাটকটিতে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মঞ্চ নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ থিয়েটার আন্দোলন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী।অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের সদস্য ও বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কামরুর রশিদ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page