কুমিল্লা নগরীতে বালুবাহী ট্রাক চাপায় আইনজীবী সহকারী নিহত

নেকবর হোসেন।।
কুমিল্লা শহরতলীতে বালুবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আইনজীবী সহকারী নিহত হয়েছেন।

নিহত শামছুল হক (৪২) নগরীর পাথুরিয়াপাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে। শামছুল হক কুমিল্লা জেলা আদালতের আইনজীবী সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার বিকালে কুমিল্লা সদরের গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের টিক্কারচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামছুল হক আদালত থেকে বাড়ি ফেরার পথে রাস্তার উপরে রাখা বালুর কারণে মোটরসাইকেলে নিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম বলেন, ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page