কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রের ওপর হামলা; অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থী ফরহাদ কাউসার। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফরহাদ কাউসার বলেন, ‘আমি রাতের বাসে শহর থেকে টিউশন করে এসে ক্যাম্পাস গেটে নামি। এরপর আমাকে কয়েকজন ডেকে নিয়ে যায়। তাঁরা আমার ফোন কেড়ে নিয়ে লক খুলতে বলে এবং জানতে চায় আমি কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি কিনা। আমার ফোন চেক করা অবস্থায় ছাত্রলীগের রবিন দাশ প্রথমে আমাকে মারধর শুরু করে। এরপর ছাত্রলীগের পাভেল, রাফি, শান্ত, রিয়াজ, রাব্বি আমাকে মারধর করে।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার অন্যতম সমন্বয়ক মো. সাকিব হোসাইন বলেন, ‘ফরহাদ কাউসার আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন। আমরা শান্তিপূর্ণভাবেই আজকের সকল কর্মসূচি পালন করেছিলাম। কিন্তু এই যে হামলা সেটিতে আমরা মর্মাহত। ফোন চেক করে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা এর যথাযথ বিচার চাই। আমরা প্রশাসন বরাবর অভিযোগ দেব। তাঁরা যদি যথাযথ বিচার না করেন তাহলে আমরা আদালত পর্যন্ত যাব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা এই বিষয় কোনো অভিযোগ পাইনি। এই বিষয়ে অভিযোগ এলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page