স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা রেলস্টেশন থেকে অস্ত্রসহ আরও এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার ধর্মপুর রেলওয়ে স্টেশন থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত চার দিনে মোট ৫ যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা ছিনতাইকারী দলের সদস্য বলে দাবি র্যাবের। এসব তথ্য জানিয়েছেন র্যাব-১১-এর উপপরিচালক মাহমুদুল হাসান।
গ্রেফতার যুবক হোমনা উপজেলার চান্দেরচর এলাকার মো. মোজাফরের ছেলে রিদয় (২৭)। এ সময় তার কাছ থেকে একটি চাকু ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ওই যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। কুমিল্লা রেলস্টেশনের আশপাশে ট্রেন থেকে নামা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা শহরতলির ধর্মপুর রেলস্টেশন এলাকা থেকে ৪ যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকুসহ দেশি অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page