কুমিল্লা শহর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক।।
কুমিল্লা নগরী থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। এই সময় মাদক বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- কুমিল্লা সদর উপজেলার মতিনগর এলাকার নুরু মিয়ার ছেলে লিমন মিয়া (২৩), কুমিল্লা সদর উপজেলার বউবাজার ধানসিঁড়ি এলাকার তাহের মিয়ার ছেলে সুজন (২২), এবং বউবাজার ধানসিঁড়ি এলাকার সফিক মিয়ার ছেলে গিয়াসউদ্দিন (২২)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর ছাতিপট্টি এলাকায় অবস্থান করে। তথ্য অনুযায়ী একটি লাল রংয়ের অটোরিকশা আসতে দেখে সন্দেহজনকভাবে আটকিয়ে চালক ও দুইজন যাত্রীর শরিরে তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাছাড়া আসামী লিমন ও সুজনের নামে পূর্বের একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page