কুমিল্লা সদর উপজেলায় ১৮০০ কৃষক পেল বিনামূল্যে বীজ-সার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ১ হাজার ৮০০ জন কৃষককের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ধানের বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ ধান ও ১০ কেজি করে মোট ২০ কেজি এমওপি এবং ডিএপি সার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্য্যলয়ের প্রাঙ্গনে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন। এ সময় উপজেলা কৃষি বিভাগের অনান্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আউশ আবাদ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়েছেন। কুমিল্লা সদর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিফ-১ ও একই মৌসুমে উচ্চ ফলনশীল আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মোট ১২ লাখ ২৮ হাজার ৫০০ টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page