০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

কুমিল্লা সিটি নির্বাচন: কাউন্সিলর প্রার্থীর মিছিলে হামলায় আহত ২০

  • তারিখ : ০৫:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • 57

নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুন) রাত সাড়ে ১০টায় এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটনের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন গোলাম কিবরিয়া।

সংবাদ সম্মেলনে প্রার্থী গোলাম কিবরিয়া দাবি করেন, ‘আবুল হোসেন ছোটন তার কর্মী ও সমর্থকদের দিয়ে আমার সমর্থক ও ভোটারদের ওপর রাত সাড়ে ১০টায় হামলা চালায়। এ সময় ২০-২৫ জন গুরুতর আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত এসআইয়ে উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ তুলে এই প্রার্থী আরও দাবি করেন, ‘ঘটনাস্থলে এসে ওই এসআই অপরাধীদের আটক না করে উল্টো ভোটারদেরকে লাঠি দিয়ে মারধর করে জখম করে। তার বিরুদ্ধে আমি নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু কোনও পদক্ষেপ নিচ্ছে না।’

অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটনের মোবাইল নম্বরে কল দিলে তিনি অভিযোগের কথা শোনেন এবং কিছু না বলে স্থানীয় আক্তার নামে এক ব্যক্তিকে মোবাইল হস্তান্তর করেন। আক্তার বাংলা বলেন, ‘আপনি লিখে দেন সব কিছুই মিথ্যা।’ এ কথা বলে তিনি কল কেটে দেন।

এসআই উজ্জ্বল দাবি করেন, ‘আমি নির্বাচন কমিশনের কাজ করি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথার বাইরে যেতে পারি না। তার (প্রার্থী গোলাম কিবরিয়া) অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

error: Content is protected !!

কুমিল্লা সিটি নির্বাচন: কাউন্সিলর প্রার্থীর মিছিলে হামলায় আহত ২০

তারিখ : ০৫:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুন) রাত সাড়ে ১০টায় এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটনের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন গোলাম কিবরিয়া।

সংবাদ সম্মেলনে প্রার্থী গোলাম কিবরিয়া দাবি করেন, ‘আবুল হোসেন ছোটন তার কর্মী ও সমর্থকদের দিয়ে আমার সমর্থক ও ভোটারদের ওপর রাত সাড়ে ১০টায় হামলা চালায়। এ সময় ২০-২৫ জন গুরুতর আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত এসআইয়ে উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ তুলে এই প্রার্থী আরও দাবি করেন, ‘ঘটনাস্থলে এসে ওই এসআই অপরাধীদের আটক না করে উল্টো ভোটারদেরকে লাঠি দিয়ে মারধর করে জখম করে। তার বিরুদ্ধে আমি নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু কোনও পদক্ষেপ নিচ্ছে না।’

অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটনের মোবাইল নম্বরে কল দিলে তিনি অভিযোগের কথা শোনেন এবং কিছু না বলে স্থানীয় আক্তার নামে এক ব্যক্তিকে মোবাইল হস্তান্তর করেন। আক্তার বাংলা বলেন, ‘আপনি লিখে দেন সব কিছুই মিথ্যা।’ এ কথা বলে তিনি কল কেটে দেন।

এসআই উজ্জ্বল দাবি করেন, ‘আমি নির্বাচন কমিশনের কাজ করি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথার বাইরে যেতে পারি না। তার (প্রার্থী গোলাম কিবরিয়া) অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’