কুমিল্লা স্টেডিয়ামে স্বাধীনতা কাপ উদ্বোধণী ম্যাচে ড্র করেছে ফর্টিস ও শেখ রাসেল

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা কাপের উদ্বোধনী দিনে ফর্টিস এফসির সাথে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জামাল ভুঁইয়ারা।

ম্যাচে দুই দলই সমান তালে লড়েছে। সুযোগ কাজে লাগিয়ে ৩৭ মিনিটে এগিয়ে যায় নবাগত ফর্টিস। কর্নার থেকে আসা বলে লাফিয়ে হেড করে লক্ষ্যভেদ করেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগোস্তো। পিছিয়ে পড়া শেখ রাসেল ম্যাচে ফিরতে আক্রমণে আরো মনোযোগী হয়। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি জুলফিকার মাহমুদ মিন্টুর দল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার রসদ পায় শেখ রাসেল। ৫২ মিনিটে রাসেলের হয়ে গোল করেন এমফন উদো। প্রতিপক্ষের রক্ষণে বল কেড়ে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। বাকি সময়ে কোনো দলই আর লক্ষ্যভেদ করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

রবিবার (১৩ নভেম্বর) দুইটায় কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।

এসময় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কমপিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারী, কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খন্দকার বাদল। ১৪ নভেম্বর সোমবার বসুন্ধরা কিংস এর সাথে খেলবে ফকিরাপুল ইয়ং ম্যানস ক্লাব।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page