ক্যামেরা’র চোখে সুর “কুমিল্লা আমার বাড়ি”

স্টাফ রিপোর্টার।।
বিশিষ্ট ফটো সাংবাদিক মুঈদ খন্দকার কুমিল্লার কৃতি সন্তান । পেশায় একজন ফটো সাংবাদিক । কিন্তু সুরের মূর্ছনায় সর্বত্র তাঁকে ঘিরে রাখতো।

এরই ধারাবাহিকতায় তরুণ লেখক , পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সুরকার সালাউদ্দিন আকবরে’র কথায় “কুমিল্লা আমার বাড়ি ” শিরোনামে কন্ঠ দেন এ গুনী ।
উল্লেখ্য সালাউদ্দিন আকবর ও কুমিল্লা’র গুনী সন্তান ।

এবং এ গানের কম্পোজিশন করেছেন স্বনামধন্য সংগীত পরিচালক রোহান রাজ।

কথা প্রসঙ্গে গীতিকার ও গায়ক বলেছেন আমাদের দুই কুমিল্লা প্রেমী’র এ ছোট্ট আয়োজন পুরো ষাট লক্ষ কুমিল্লাবাসীর জন্য উৎসর্গকৃত ।
এবং এ গানের কথা ও সুর , কম্পোজিশন, কন্ঠ মিলিয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে সুরের স্পন্দন ।

আঞ্চলিক ভালোবাসা সকল মনে খাপছাড়া বেড়ে ওঠে যেখানে চৌহদ্দি, দাড়ি, কমা কিছুই থাকে না।

“মায়ের প্রথম বুলিটাই প্রথম ভালোবাসা”

কুমিল্লা এমনি ভালোবাসা ।

” কুমিল্লা আমার বাড়ি ” এই শব্দটি কুমিল্লার মানুষের জন্য ভালোবাসা আর শুধুই ভালোবাসা। আশা করি ব্যতিক্রমী এই গানটি সকল আঞ্চলিক প্রেমীদের হৃদয় ছুঁয়ে যাবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page