গোমতীর পাড়ে সদর উপজেলা নতুন কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ জহিরুল হক বাবু।।
গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ নতুন কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার বিকেলে গোমতী পাড়ে মনোরম পরিবেশে ৬ একর ভুমিতে নান্দনিক ডিজাইনের এ কমপ্লেক্স ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ভুমির দলিল উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুলের হাতে তুলে দেন। আগামী এক বছরের মধ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্স দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাজী বাহার এমপি।

এসময় উপস্থিত জনতা বিপুল করতালির মধ্য দিয়ে হাজী বাহার এমপির সফল উদ্যেগকে স্বাগত জানান। এছাড়া একই এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রেরও ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

জানা যায়, আদর্শ উপজেলা পরিষদ নতুন ভবন ও আবাসিক কোয়াটার এর ভিত্তি প্রস্তর উপলক্ষে নদীর উত্তর পাড়ের মানুষের মাঝে ঈদের আনন্দ বইছে। বর্নাঢ্য আয়োজনে নগরীর বিশিষ্ঠজন, উপজেলাধীন ৬ ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর । উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আরও অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, উপজেলা পরিষদ কমপ্লেক্স এর পিডি জিপি চৌধুরী, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী খন্দকার আছাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল।

জানা যায়, ২০১৭ সালের জুলাই মাসে কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ভৌগলিক অবস্থানগত দিক থেকে সদর দক্ষিনে (কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়) অবস্থিত বর্তমান আদর্শ সদর উপজেলা পরিষদ ভবনকে গোমতী নদীর উত্তরপাড়ে স্থানান্তরের উদ্যেগ গ্রহণ করেন। ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার এর সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে হাজী বাহার এমপি প্রতিকী মূল্যে ভূমি হস্তান্তরের জন্য ভূমি মন্ত্রনালয়ে একটি ডিউ লেটার প্রদান করেন।

এরই প্রেক্ষিতে গত বুধবার (৩ মার্চ) মাত্র ১ লাখ ১ টাকায় বুধবার ভূমির দলিল প্রদান করেন কুমিল্লার জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর। আগামী এক বছরের মধ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্স দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাজী বাহার এমপি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page