চলে গেলেন কুমিল্লা আ’লীগের বর্ষিয়ান নেতা অধ্যক্ষ আফজল খান

নিজস্ব প্রতি‌বেদক।।
কুমিল্লা ১৪ দলের সমন্বয়ক বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক বীরমু‌ক্তি‌যোদ্ধা অধ্যক্ষ আফজল খান এড‌ভো‌কেট ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ২ টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ওনার বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

তিনি জানান, দীর্ঘদিন বাধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা সিডিপ্যাথ হাসাপাতাল থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। সদ্য প্রয়াত বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা।

আফজলের খানের ছেলে এফবিসিসিআই এর পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান জানান, আগামী কাল বুধবার সকাল ১১টায় টাউন হল মা‌ঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page