চৌদ্দগ্রামে “গুনবতী প্রবাসী মানবকল্যাণ সংস্থার” উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী প্রবাসী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় ৮ শত হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানের পূর্বেই ইফতার সামগ্রী উপহার হিসেবে পেয়ে সুবিধাভোগি অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার গুণবতী ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গুনবতী প্রবাসী মানবকল্যাণ সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের উপদেষ্টা মাস্টার আলী হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সাইফুল, সহ-সভাপতি আব্দুল হাই, হাজী আব্দুল কুদ্দুস, গুণবতী ফাজিল (ডিগ্রি) মাদরাসা সভাপতি হেলাল শিকদার, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টা জামশেদুর রহমান শাহেদ, গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী নূর আলম, শহিদুল ইসলাম, গুনবতী বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ফকরুল ইসলাম প্রমুখ।

গুনবতী প্রবাসী মানবকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ইসরাফিল শামীমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গুনবতী প্রবাসী মানবকল্যাণ সংস্থার উপদষ্টা আজীজুল হক, শহীদ, সহ-সভাপতি রিয়াদ অভি, আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম টিপুসহ স্থানীয় আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আর্থিক অস্বচ্ছলতার কারণে অসহায় ও দিনমজুর মানুষের মাঝে রমজান ও ঈদের আনন্দ থাকেনা, তারাও মানুষ। তারাও চায় একটু ভাল খাবার খেতে। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে এমন আয়োজন। এ সময় তারা বিত্তবানদেরকে সমাজের দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।”

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page