চৌদ্দগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহন (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায়।

নিহত শিশু মোহন উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের শাহ আলমের ছেলে এবং আলকরা সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসীম উদ্দীন।

আলকরা ইউপি সদস্য মো: কামাল হোসেন ও নিহতের চাচা ইব্রাহিম মিয়া জানান, শিশু মোহন বুধবার সন্ধ্যায় তার বাবা শাহ আলমের সাথে পদুয়া রাস্তার মাথায় কেনাকাটা করার জন্য আসছিলো।কিছুক্ষণ পর শিশু মোহন তার বাবাকে না দেখে রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলো। এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, সংবাদ পেয়ে হাইওয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে, ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page