চৌদ্দগ্রামে নৌকার প্রার্থী জিএম মীরুর পথসভা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ৩০ জানুয়ারি অুনষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন উপলক্ষে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী জিএম মীর হোসেন মীরুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও আ’লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জিএম মীর হোসেন মীরু। স্থানীয় আ’লীগ নেতা মো: কবির আহম্মেদ আমিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নূরে আলম ঝিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার, কালিকাপুর আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: সালাহ্ উদ্দীন মজুমদার, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা মাহবুবুল হক মোল্লা বাবলু, ইমাম হোসেন পাটোয়ারী এনাম, নজীর আহম্মেদ মজুমদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল আলম সবুজ, সাধারণ সম্পাদক মো: কাউছার হানিফ শুভ প্রমুখ।

এসময় উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, ইউপি চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, একরামুল হক, কাজী জাফর আহমেদ, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন পাটোয়ারী, পৌর যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী সহ উপজেলা ও পৌরসভা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page