চৌদ্দগ্রামে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের চৌদ্দগ্রাম উপজেলা শাখার দ্বিতীয় বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী সচিব ফয়সল বিন করিম। দিনব্যাপী কর্মসূচি ছিল লিডারশীপ ট্রেনিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রেষ্ঠ সমন্বয়ক এওয়ার্ড, শ্রেষ্ঠ সম্পাদক এওয়ার্ড, শ্রেষ্ঠ সংগঠক এওয়ার্ড, অতিথিদের বক্তব্য, র‌্যাফেল ড্র, চৌদ্দগ্রাম পৌরসভাসহ তের ইউনিয়নের সমন্বয়ক কমিটি ঘোষণা।

পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন মোঃ শাহরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইন্স এন্ড এভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান শরিফুল ইসলাম মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আরিফুর রহমান টিপু, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম মানিক, পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান খান মুহাব্বতসহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় দায়িত্বশীল, বিভিন্ন জেলা-উপজেলা শাখার উপদেষ্টা, সভাপতি, সাধারন সম্পাদক, চৌদ্দগ্রাম শাখার উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সদস্যসহ আরও অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page