চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেল ভূমিহীন ও গৃহহীন ৩৮ পরিবার

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে ৩৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি-বরাদ্দকৃত ঘরের কাগজপত্রসহ চাবি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি-গৃহ প্রদান প্রকল্পের উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগীদের মাঝে ঘরের কাগজপত্র-চাবি হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা এলজিআরডি কর্মকর্তা মো: নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, প্রকল্প কর্মকর্তা জোবায়ের হোসেন, চিওড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page