চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘স্বদেশ ব্রিকস’ নামক একটি অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনায় অবস্থিত স্বদেশ ব্রিকস ফিল্ডে এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘন করে লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ওই ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় চৌদ্দগ্রাম সেনাবাহিনী ক্যাম্পের একটি আভিযানিক দল ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো। পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page