চৌদ্দগ্রামে মিঞা বাজার কলেজ গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রামের মিঞা বাজার কলেজের গভর্নিং বডি’র (এডহক) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডি’র সভাপতি অধ্যক্ষ মীর হারুন-উর-রশিদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।

এসময় আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি’র সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আজিজুল হক খোন্দকার, শিক্ষক প্রতিনিধি মো: জামাল উদ্দিন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো: জামাল উদ্দিন, মো: আলী হোসেন, মো: মিজানুর রহমান, মো: আলীমুর রহমান, জোবেদাতুন নাহার, এ এইচ এস নজরুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর আব্দুর রহমান আলমগীর, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মোঃ জোবায়ের, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা তাঁতিদলের সভাপতি হাজী ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিড, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, আব্দুল জলিল, খোরশেদ আলম, উজিরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম জি শাহ আলম (পিন্টু), উজিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উজিরপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন জাগন্ত, সহ-সভাপতি শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য ওয়াসিম রানা সুজন, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি ফখরুল হাসান, উপজেলা প্রবাসী ফোরামের সহ-সভাপতি মো: খলিলুর রহমান, উজিরপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জালাল মজুমদার, উজিরপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page