চৌদ্দগ্রামে যুবলীগ নেতৃবৃন্দ- শান্তির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাত হোসাইন তছলিম বলেছেন, ‘শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে দেশকে আজ উন্নতির শিখরে নিয়ে গেছেন। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। দেশ আজ অর্থনৈতিকভাবে স্বাভলম্বী হয়েছে। আগে মানুষ পেট ভরে খেতে পারতো না, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অপরদিকে মুজিবুল হক এমপির নেতৃত্বে চৌদ্দগ্রামবাসী আজ ঐক্যবদ্ধ। চৌদ্দগ্রামকে সারাদেশে উন্নয়নের রোল মডেল করেছেন।

তিনি চৌদ্দগ্রাম পৌরসভায় নেতৃত্ব দেওয়ার মত একজন যোগ্য ব্যক্তি জিএম মীর হোসেন মীরুকে বেছে নিয়েছেন। তাই উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে ৩০ জানুয়ারি নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

তিনি বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভায় নৌকা মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান। বক্তব্য রাখেন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরু। চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলামিনুল হক, আহতাসামুল হাসান ভুঁইয়া রুমি, কার্যনির্বাহী সদস্য প্রফেসর জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

জেলা পরিষদের সদস্য ভিফি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, সুপ্রীমকোর্টে বিশিষ্ট আইনজীবি ড. আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ খাঁ শামীম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ভিপি মাহবুব হোসেন মজুমদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, মাহফুজ আলম, কাজী জাফর, মোঃ একরামুল হক, জাহিদ হোসেন টিপু, সৈয়দ আহাম্মদ খোকনসহ বিভিন্ন পর্যায়ের যুবলীগের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page