চৌদ্দগ্রামে স্কুল ছাত্রী ছয় মাসের অন্তঃসত্তা, ধর্ষক গ্রেফতার

মো: মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী ছয় মাসের অন্তঃসত্তা হওয়ার ঘটনায় ধর্ষক আলা উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রামের মৃত আলী আক্কাসের পুত্র।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: কামাল হোসেন।

জানা গেছে, পূর্ব আটগ্রামের ওই স্কুল ছাত্রী তার ছোট বোনসহ গত বছরের ১৮ জুলাই আলা উদ্দিনের দোকানে কসমেটিকস্ কাজল কিনতে যায়। এরমধ্যে ছাত্রীর ছোট বোনকে একটি চুলের ব্যান্ড দিয়ে বের করে দেয়। এরপর দোকান ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এছাড়াও আলাউদ্দিন নিজ বসত ঘরে নিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে।

ঘটনার পর আলাউদ্দিন ছাত্রীকে প্রাণ নাশের হুমকি দেয়ায় সে এ বিষয়ে পরিবারের কাউকে কিছুই জানায়নি। পরে পেট ব্যাথা সহ ছাত্রীর শরীরে নানাবিধ সমস্যাসহ গত ১১ জানুয়ারি সোমবার তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাহমিনা আক্তার শেফাকে দেখানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার ছাত্রীকে ২৪ সপ্তাহ ১ দিনের অন্তঃসত্তা বলে জানিয়ে দেয়। বিলম্বে ঘটনাটি জানতে পারার সাথে সাথে থানায় মামলা করেন ছাত্রীর বাবা আব্দুল কুদ্দুস। পুলিশ মামলা গ্রহণের কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ধর্ষক আলাউদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page