চৌদ্দগ্রাম থানার নবাগত ওসি নাজমুল হুদা

মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের (অর্থ ও প্রশাসন) ইন্সপেক্টর মো. নাজমুল হুদা। গত ২৩ আগস্ট (শুক্রবার) নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. নাজমুল হুদা দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ২২ আগস্ট (বৃহষ্পতিবার) কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর মো. নাজমুল হুদাকে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।

একই আদেশে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম কুমিল্লার আরও তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করেন। আদেশে নাঙ্গলকোট থানায় ইন্সপেক্টর একে ফজলুল হককে, তিতাস থানায় ইন্সপেক্টর কাজী নাজমুল হককে ও দেবীদ্বার থানায় ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামকে নতুন ওসি হিসাবে পদায়ন করা হয়।

উল্লেখ্য, চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর নাজমুল হুদা ইতিপূর্বে কক্সবাজার জেলার কক্সবাজার সদর, রামু থানা এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট, ব্রাহ্মণপাড়া, বাঙ্গুরা বাজার থানায় পরিদর্শক (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন। ওসি নাজমুল হুদার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page