ছত্রখিল পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মোঃ সাফি।।
কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ছত্রখিল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই শেখ মফিজুল ইসলাম, এএসআই মোঃ অলি উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোর ৩ টায় কোতয়ালী থানার বাঁশমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ১ হাজার পিস ইয়াবাসহ মোঃ আবদুল কাদের প্রকাশ্যে চঞ্চল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে বাঁশমঙ্গল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

ফাঁড়ি পুলিশ অপর আরেকটি অভিযানে কালখারপাড় বিদ্যুৎ কেন্দ্রের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১ কেজি ৮শ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ বিশ্বজিত সরকার (২৫) ও বাপ্পি বিশ্বাস (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত বিশ্বজিত ঢাকা সূত্রাপুর এলাকার আশাপূর্ণ সরকারের ছেলে ও বাপ্পি বিশ্বাস নারায়ানগঞ্জ ফতুল্লা এলাকার বাসুদেব বিশ্বাসের ছেলে।

পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page