জমকালো আয়োজনে এলিট প্যালেস হোটেলের ২য় বর্ষপূর্তি উদযাপন

আলমগীর হোসেন।।
জমকালো আয়োজনে কুমিল্লায় এলিট প্যালেস হোটেলের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় এলিট প্যালেসে ২য় ফ্লোরে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেলড্র এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মধ্য দিয়ে এলিট প্যালেসের ২য় বর্ষপুর্তি অনুষ্ঠানে শুভ সুচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান মোহাম্মদ তাহের, ভাইস চেয়ারম্যান সামিনা, জিএম খোরশেদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, প্রাইম ব্যাংকের ম্যানেজার মাহাবুব মোরশেদ, গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মুজিবুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

শুরুতেই বক্তব্য রাখেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান মোহাম্মদ তাহের।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আগত অতিথিরা এ্যালিট প্যালেস হোটেলকে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে বক্তব্যের উত্তরে হোটেলের জিএম খোরশেদ আলম তাদের বক্তব্যে সহমত পোষন করে সামনে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন সর্বস্তরের জনগনের কথা মাথায় রেখে বিভিন্ন প্যাকেজ এর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামীতে দেশের একটি আর্ন্তজাতিক মানের হোটেল হিসেবে এলিট প্যালেস পরিচিতি লাভ করবেন বলে জানান তিনি।

পরে কুমিল্লার সমীকরন ব্র্যান্ডের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আগত অতিথিদের মাঝে র‌্যাফেলড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page