রাজিব হোসেন জয়।
কুমিল্লার দাউদকান্দিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) গভীর রাতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৭ হাজার ২ শত পিছ ইয়াবা ও নগদ অর্থ সহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেন। এ সময় আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।আটককৃত হলেন দাউদকান্দি সদর উক্তর ইউনিয়ন এর গোলাপের চর গ্রামের মুজাফর বেপারীর ছেলে নাছির হোসেন (৩৫) পৌরসভার দক্ষিন সতানন্দী গ্রামের অহিদ মিয়ার ছেলে সুমন (৩৬) এবং সবজিকান্দি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জেসমিন আক্তার (৩৫)
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, এস.আই এমদাদ হোসেন, এস.আই নাজমুল হোসেন, এ.এস.আই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মাদ আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ২ শত পিছ ইয়াবা যার বাজার মূল্য ২১ লাখ ৬০ হাজার ও ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও রাজীব পালিয়ে যায়।
এ ব্যাপারে আটককৃতসহ পালিয়ে যাওয়া বাকী দুইজনকে আসামী করে দাউদকান্দি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিরুদ্বে পূর্বেও বিভিন্ন মামলা রয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page