দেবিদ্বারে উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

এন.সি জুয়েল।।
আগামী ২৮ ফেব্রুয়ারি কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ কে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল ১১ ঘটিকায় উপজেলার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ গ্রহণ করেন উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক, চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমানি কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ভিপি কামাল,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউছার অনিক,দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,বর্ধিত সভায় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন,আসন্ন আগামী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের জয় সুনিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার জয় উপহার দিতে হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page