০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য -হাজী ইয়াছিন বুড়িচংয়ে কলেজ ছাত্র অপহরণের পর নির্মম নির্যাতন, পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে সোহাগ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত “আমরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, ভয় দেখিয়ে লাভ নেই”- কামরুল হুদা মুরাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ২৮০ জন নারী-পুরুষ

দেবিদ্বারে সাবেক স্কুল শিক্ষককে আহত করে টাকা ও মোবাইল ছিনতাই

  • তারিখ : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • 576

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোটনা গ্রামের মৃত হাসন আলী মেম্বারের ছেলে মোঃ শাহআলম মাষ্টার (৬৫) কে আহত করে তার নিকট থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়।

তিনি জানান, গত ১৫/০৪/২০২১ ইং তারিখে বৃহস্পতিবার তার বোনের বাড়ি জাফরগন্জ্ঞ হতে ছেলের চাকুরীর জন্য ১২০,০০০ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তাহার প্রতিবেশী কুখ্যাত মাদক ব্যবসায়ি জাবেদ (৩৮) এই টাকার ব্যাপারে জানতো। যখন তিনি টাকা নিয়ে তার নিজ গ্রাম ছোটনা শাহী ঈদগাঁ ময়দানের কাছে পৌছায় তখন আনুমানিক সন্ধ্যা ০৭.১৫ বাজে,তখন আগে থেকে ওৎ পেতে থাকা কুখ্যাত মাদক ব্যবসায়ি জাবেদ টাকার ব্যাপারটা জানার ফলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ঈদগাঁ এর কোনে অবস্থান করে।

এবং আমি ঈদগাঁ এর কাছে আসার সাথে সাথে তারা গ্যাসপাইপ, হকিস্টিক ও চাকুদিয়ে আক্রমণ করে আমার একটি পা ভাঙ্গাঁ সহ শরীরের বিভিন্ন স্থান জখম করে আমার সাথে থাকা১২০,০০০ টাকা এবং স্যামসাং গ্যালাক্সি A51 হ্যান্ড সেটটি ছিনিয়ে নিয়ে যায়। আক্রমনের সময় মাদক ব্যবসায়ি জাবেদের বাহিনীতে ছিলো আবিদপুর রেয়াজউদ্দীনের বাড়ির কুখ্যাত সন্ত্রাসী, মৃত ইয়াকুব আলীর ছেলে মাসুম (৩২)। ছোটনা আন্দিরপাড়ের ট্রাক চালক রফিক এর ছেলে, চিহ্নিত নেশাখোর শালিম (২৪)।

আহত শাহআলম মাষ্টারের চিৎকারে স্থানীয় জনতা এলে উক্ত সন্ত্রাস বাহিনী চলে যায়। অবশেষে ঘটনা স্থল থেকে আহত শাহআলম মাষ্টার কে দেবিদ্বার সরকারি হাসপাতে ভর্তি করা হয়। শাহআলম মাষ্টারারের মেয়ে মোসাঃ রোমানা বেগম বাদী হয়ে জাবেদ(৩৮)শালিম(২৪),মাসুম(৩২),ও আব্দুল করিমের(৫৬) এর বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা করেন। বাদী রোমানা বেগম আরো বলেন,সন্ত্রাসী জাবেদের শ্বশুর আব্দুল করিম (৫৬)এর ছত্রছায়ায় ছোটনা পূর্ব পাড়ায় উল্লেখ্য সন্ত্রাসীরা কর্মকান্ড চালাচ্ছে।

error: Content is protected !!

দেবিদ্বারে সাবেক স্কুল শিক্ষককে আহত করে টাকা ও মোবাইল ছিনতাই

তারিখ : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোটনা গ্রামের মৃত হাসন আলী মেম্বারের ছেলে মোঃ শাহআলম মাষ্টার (৬৫) কে আহত করে তার নিকট থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়।

তিনি জানান, গত ১৫/০৪/২০২১ ইং তারিখে বৃহস্পতিবার তার বোনের বাড়ি জাফরগন্জ্ঞ হতে ছেলের চাকুরীর জন্য ১২০,০০০ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তাহার প্রতিবেশী কুখ্যাত মাদক ব্যবসায়ি জাবেদ (৩৮) এই টাকার ব্যাপারে জানতো। যখন তিনি টাকা নিয়ে তার নিজ গ্রাম ছোটনা শাহী ঈদগাঁ ময়দানের কাছে পৌছায় তখন আনুমানিক সন্ধ্যা ০৭.১৫ বাজে,তখন আগে থেকে ওৎ পেতে থাকা কুখ্যাত মাদক ব্যবসায়ি জাবেদ টাকার ব্যাপারটা জানার ফলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ঈদগাঁ এর কোনে অবস্থান করে।

এবং আমি ঈদগাঁ এর কাছে আসার সাথে সাথে তারা গ্যাসপাইপ, হকিস্টিক ও চাকুদিয়ে আক্রমণ করে আমার একটি পা ভাঙ্গাঁ সহ শরীরের বিভিন্ন স্থান জখম করে আমার সাথে থাকা১২০,০০০ টাকা এবং স্যামসাং গ্যালাক্সি A51 হ্যান্ড সেটটি ছিনিয়ে নিয়ে যায়। আক্রমনের সময় মাদক ব্যবসায়ি জাবেদের বাহিনীতে ছিলো আবিদপুর রেয়াজউদ্দীনের বাড়ির কুখ্যাত সন্ত্রাসী, মৃত ইয়াকুব আলীর ছেলে মাসুম (৩২)। ছোটনা আন্দিরপাড়ের ট্রাক চালক রফিক এর ছেলে, চিহ্নিত নেশাখোর শালিম (২৪)।

আহত শাহআলম মাষ্টারের চিৎকারে স্থানীয় জনতা এলে উক্ত সন্ত্রাস বাহিনী চলে যায়। অবশেষে ঘটনা স্থল থেকে আহত শাহআলম মাষ্টার কে দেবিদ্বার সরকারি হাসপাতে ভর্তি করা হয়। শাহআলম মাষ্টারারের মেয়ে মোসাঃ রোমানা বেগম বাদী হয়ে জাবেদ(৩৮)শালিম(২৪),মাসুম(৩২),ও আব্দুল করিমের(৫৬) এর বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা করেন। বাদী রোমানা বেগম আরো বলেন,সন্ত্রাসী জাবেদের শ্বশুর আব্দুল করিম (৫৬)এর ছত্রছায়ায় ছোটনা পূর্ব পাড়ায় উল্লেখ্য সন্ত্রাসীরা কর্মকান্ড চালাচ্ছে।