দেবীদ্বারে লকডাউন’র দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসনিক কর্মকর্তারা

এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার প্রতিনিধি।।
শুক্রবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও প্রশাসনিক কর্মকর্তারা মাঠে ছিলেন সোচ্চার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকারি আইন অমান্য করে মাস্ক বিহীন কেউ যেন অযথা বাহিরে ঘোরাফেরা করতে না পারে, দোকানপাট খোলা রাখতে না পারে, সেদিকে ছিল কড়া নজরদারি। আইন অমান্যকারীদের গুনতে হয়েছে জরিমানা।

উপজেলা সদর সহ বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে সংক্রমণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮’র ২৫ এর ১ ধারা লংঘন ও ২৫’র ২ ধারা অনুযায়ী এবং দন্ডবিধি ১৮৬০’র ২৬৯ ধারায় ১২টি মামলায় ৪,৮০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অপরদিকে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এবং ক্যাপ্টেন আজিজুর রহমান’র সমন্বয়ে এক প্লাটুন সেনা সদস্যকে সাথে নিয়ে দেবীদ্বার পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন এবং জনগণকে অপ্রয়োজনে ঘর থেকে বাহিরে বের না হতে আহ্বান জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page