দেশে রিজার্ভের কোন ঘাটতি নেই, পর্যাপ্ত রিজার্ভ আছে- কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এমপি

মোঃ জহিরুল হক বাবু।।
কৃষি মন্ত্রী ড. মোঃ আবদুর রাজ্জাক এমপি বলেন, তেলার দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদনে কোন প্রভাব পরবে না, কৃষকরা হয়তো আগের মতো লাভবান হতে পারবে না। সরকার কৃষকদের জন্য ভর্তূকির কথা ভাবছে।

রোববার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, দেশে পর্যাপ্ত রিজার্ভ আছে, তবে বিশ্বে চলমান অস্থিরতা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব পড়বে।

কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও রপ্তানি যোগ্য করতে পূর্বাঞ্চলে একটি আধুনিক হিমাগার ও প্যাকেজিং করখানা চালু করা হবে।

তিনি আরো বলেন, দেশের চলমান মেগা প্রকল্পগুলো কিছুটা ধীরগতি করা হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে, দেশের বাজারেও কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র আরফানুল হক রিফাত।

কৃষি মন্ত্রনালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম এর সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ইব্রাহিম।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক শাহাজাহান কবির।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page