নতুন সদস্য নিচ্ছে কুবির রোটার‍্যাক্ট ক্লাব

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব এর সদস্য সংগ্রহ চলছে। বাংলাদেশসহ বিশ্বের ১৮৯টি দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ক্লাবটিতে ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এ ক্লাবের সদস্য হতে পারবে।

রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের সামনে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করে কুবি রোটার‌্যাক্ট ক্লাব। আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) পর্যন্ত সদস্য সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে বলে নিশ্চিত করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তালহা জুবায়ের।

সংগঠনটির মাধ্যমে দায়িত্বশীলতা, অনুষ্ঠান পরিচালনা, উপস্থাপনা, সাংগঠনিক দক্ষতা এবং ব্যক্তিগত উন্নয়নসহ দেশ ও প্রবাসে অনেক বন্ধু, অনেক গুণিজনের সান্নিধ্য পাওয়ার সুযোগ রয়েছে, যাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রতিটি পরিচয়ে নতুন কিছু শেখার দ্বার উন্মোচিত হবে বলে জনান ক্লাবের বিশিষ্টজনেরা। এছাড়া বিভিন্ন জনকল্যাণমূখী ও সেবামূলক প্রকল্প গ্রহণের পাশাপাশি রোটারী ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপ, মানবধর্মী প্রকল্পে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পিস ফেলোশিপ প্রদাণের মাধ্যমে বিভিন্ন দেশে সফরে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ৬৫ জন। বন্ধুত্বের মাধ্যমে সেবা এই মূলমন্ত্র ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাব কাজ করছে।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটাতে এবং নিজের ও কমিউনিটির চাহিদা অনুযায়ী সমাজে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যেও কাজ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি শেখ শাকিল আহমেদ জানান,“জ্ঞান, বন্ধুত্ব ও নেতৃত্বের এক অনন্য সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব। আমরা ২০২৪-২৫ রোটা বর্ষের জেনারেল মেম্বার রিক্রুটমেন্ট উইক শুরু করেছি । রোটার‌্যাক্ট শুধুমাত্র একটি ক্লাব নয়, বরং এটি এক বিশাল সুযোগের প্ল্যাটফর্ম। আমাদের ক্লাবের মাধ্যমে সদস্যরা দায়িত্বশীলতা, উপস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা অর্জনের পাশাপাশি ব্যক্তিগত উন্নয়নের সুযোগ পান। রোটার‌্যাক্ট ক্লাব মানবসেবামূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে। এছাড়া রোটারী ফাউন্ডেশন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপ, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পিস ফেলোশিপ, এবং বিদেশ সফরের সুযোগ প্রদান করা হয়। তাই আমরা সবাইকে আমন্ত্রণ জানাই, আমাদের ক্লাবের অংশ হতে এবং ভবিষ্যৎ নেতৃত্বের পথে এগিয়ে চলতে। ”

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সাধারন সম্পাদক রোটার‌্যাক্ট মোঃ তালহা জুবায়ের বলেন, ” বিশ্ববিদ্যালয়ে এ ধরণের একটি আন্তর্জাতিক সেবা সংগঠন সর্বদা শিক্ষার্থীদের প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। ২০১৩ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি মূলত “রোটারি ইন্টারন্যাশনাল” এর একটি সহযোগী সংগঠন যা বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম করে থাকে। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, ভিন্নধর্মী কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত পর্যায়ে উন্নতির সুযোগ করে দেওয়াও সংগঠনটির উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় সদস্য সংগ্রহের এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা চাই রোটার‌্যাক্ট ক্লাবে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিতি করে গড়ে তুলতে পারেন এবং নিজেদের নেতৃত্বকে বিকশিত করতে পারে।”

উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনাল ১৯৬৬ সালে অ্যামেরিকার টেক্সাসের হোস্টন ইউনিভার্সিটির এক দল ছাত্রকে দায়িত্ব দেয় একটি আন্তর্জাতিক যুব সংগঠনের নাম ও কর্ম পদ্ধতি প্রণয়নের জন্য। উক্ত কমিটি ‘Rotaract’ শব্দটি সংগঠনের নাম হিসেবে গ্রহন করে যা ‘Rotary in Action’ এর সংক্ষিপ্তরুপ। এরপর নর্থ ক্যারোলিনায় ১৯৬৮ সালে রোটার‍্যাক্ট এর কার্যক্রম শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের এভানস্টোনে এর সদর দফতর অবস্থিত।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page