নাঙ্গলকোটে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

মোঃ মহিবুল ইসলাম।।
কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত হান্নান (৩৫) উপজেলার জোড্ডা পূর্ব ইউপির আটঘরা গ্রামের বেপারিবাড়ির দেলওয়ার হোসেন ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, হান্নানের কর্মস্থল ফেনী, সে সুবাধে সর্বদা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক হয়ে চলাচল করতে হয়। রোববার ফেনী থেকে মোটরসাইকেল দিয়ে বাড়ি আসার পথে চৌদ্দগ্রাম জগন্নাথ দিঘির পাশের আঞ্চলিক সড়কে পিছন থেকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে হান্নান ছিটকে পড়ে বুকে, নাকে, মুখে গুরুতর আঘাত প্রাপ্ত হন।

পরে স্থানীয়রা মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় হান্নানকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় এবং সেখান থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।

জোড্ডা পূর্ব ইউপি সদস্য কামরুজ্জামান বলেন, হসপিটাল থেকে খবর আসলে আমরা হসপিটালে গিয়ে জানতে পারি হান্নান মারা গেছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি এস আই শহিদুল মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page