নাঙ্গলকোটে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু!

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত বিউটি আক্তার(৩৫) উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ড নাওগোদা গ্রামের মিয়াজী বাড়ির বজলুর রহমানের ছেলে সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রবাসী স্বামী সিরাজুল ইসলামের সাথে ভিডিও কলে কথা বলার সময় বিদ্যুৎ এর খুটি থেকে আসা মেইন তার থেকে ঘরের টিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কথা বলার এক পর্যায়ে টিনের মধ্যে হাত লাগলে ঘটনাস্থলেই বিউটির মৃত্যু হয়। বিউটির সাথে তার ছেলে সাজ্জাদ হোসেন (১২) সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিউটিকে মৃত ঘোষণা করেন। এবং ছেলে সাজ্জাদ হোসেন কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে প্রেরণ করেন।

মৃত্যুর বিষয় নিশ্চিত করে পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি তবে ব্যাস্তর কারণে এখনো ঘটনাস্থল পরিদর্শন করা সম্ভব হয় নি।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক নিশাত বড়ুয়া বলেন, নিহতের পরিবারের মৃত্যু নিয়ে কোন সন্দেহ/অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করলে তিনি উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page