
মাহফুজ নান্টু, কুমিল্লা।
হাতে হাতে ফেস্টুন-ব্যানার। তাতে লেখা পদ্মাসেতুর উদ্বোধন-একটি স্বপ্নের উন্মোচণ। শনিবার পদ্মাসেতুর উদ্বোধন শেষে বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা জেলা পুলিশের একটি বর্ণাঢ্যর্যালী নগরবাসীর নজর কেড়ে নেয়। সড়কের দু’পাশে উপস্থিত সাধারণ মানুষজন হাত নেড়ে র্যালিটিকে স্বাগত জানায়।
র্যালী শুরু হওয়ার আগে কুমিল্লা টাউনহল মাঠে কেককাটার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আমরা আজ দেখিয়ে দিয়েছি আমরা বীরের জাতি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পে পদ্মাসেতু আজ স্বপ্ন নয় বাস্তবে রুপ নিয়েছে। পদ্মাসেতু আমাদের অহংকারের প্রতীক ।

আলোচনার পরেই কেক কাটা ও রঙিন বেলুন উড়িয়ে উচ্ছাস প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল, জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-সুশীল সমাজের প্রতিনিধিরা।
পরে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে বর্নাঢ্য র্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নগরীর টাউনহল এসে শেষ হয়।











