পাঁচ বান্ধবির বনভোজনের টাকা দিয়ে পথচারীদের মাঝে খাবার,পানি,মাস্ক এবং অর্থ বিতরণ

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি,
কুমিল্লার মুরাদনগরে শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী, কাজী সাইয়মাতুন ইফতা,গতবছর পাঁচবান্ধবী একসাথে মিলে বনভোজনের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো, করোনা মহামারীর আর লকডাউনের কারন বনভোজন করা হলো না।

অবশেষে এই টাকা কাজী সাইয়মাতুন ইফাতা তার ৫ বান্ধবীদের ডেকে এনে বনভোজনের টাকা ফেরত দিতে চাইলে, ইফতা সহ চার বান্ধবী ইসরাত জাহান পুতুল, নুসরাত জাহান ইলমা, সাদিয়া ইসলাম সুমি, জুবেদা আক্তার,এই ৫ জন বান্ধবী মিলে, গতবছরের বনভোজনের টাকা দিয়ে ঘরে রান্না করা খাবার,পানি, মাস্ক, নগদ অর্থসহ অসহায় হতদরিদ্রের মাঝে বিতরণ করেন।

তাদের এই মানবিক উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তাদের বাবা-মা। কাজী সাইয়মাতুন ইফাতার বাবা সাংবাদিক কাজী শারফিন শাহ্ তাদের এই ভালো কাজের মন মানসিকতা দেখে তাহার মেয়ে এবং মেয়ের সকল বান্ধুবীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page