মাহফুজ নান্টু, কুমিল্লা।।
বন্যপ্রাণী ও পাখিকে কে নিজেদের খুশি মতো চলতে দিন। তাদের নিধন করবেন না। করলে পরিবেশ বিপর্যয় ঘটবে। অযথা বন্য প্রাণী ও পাখি হত্যা করা কিংবা কোনওপ্রকার ক্ষতিসাধন করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি বন্যপ্রাণী হত্যা করতে চায় কিংবা আটকে রাখে, আমাদের খবর দিবেন। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।
বৃহস্পতিবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে ও কুমিল্লা বন বিভাগের সহায়তায় পরিযায়ী পাখি ও বন্য প্রাণী বিষয়ক সচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার লালমাই উদ্ভিদ উদ্যানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন। আলোচনা করেন কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল করিম।
আরো দেখুন:You cannot copy content of this page