বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব

মনোয়ার হোসেন।।
কুমিল্লা “চৌদ্দগ্রাম প্রেসক্লাব”র উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের মাধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে ত্রাণ বিতরণ করেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের পুনর্গঠন কমিটির সমন্বয়ক সাংবাদিক হাসান মুহাঃ জহির।

চৌদ্দগ্রাম প্রেসক্লাবে আহ্বায়ক প্রবীণ সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজি, সদস্য সচিব এমরান হোসেন বাপ্পি, যুগ্ম আহ্বায়ক এমদাদ উল্লার ও বেলাল হোসাইনের সার্বিক তত্বাবধানে এই পর্য়ায়ে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া যুব সমাজের পক্ষ থেকে সাফায়েত হোসেন রুবেল, ওমর ফারুক, ইকবাল হাসান, মাসুদ পারভেজ মামুন, মো: শাহপরান, সাফায়েত, মামুন, মুজিব প্রমূখ।

পেশাগত দায়ীত্ব ও সহকর্মীদের স্বার্থসংরক্ষণের পাশাপাশি বিভিন্ন দূর্যোগে ত্রাণ বিতরণ, চিকিৎসা সামগ্রী বিতরণ,শিক্ষাবৃত্তি, দুস্থ মেয়ের বিয়েতে সহায়তাসহ নানা সামাজিক সেবামুলক কার্যক্রমের অঙ্গীকার নিয়ে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের পূন:গঠন হয়।

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের পক্ষথেকে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতণ অব্যাহত রয়েছে, যেকোন প্রয়োজনে আহ্বায়ক কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page