বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

মোঃ বাছির উদ্দিন।।
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী মালিকদের সংগঠন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) নতুন কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা আল মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান মুসপানা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতাউর রহমান সরকার রুজেল ।

গত রবিবার (১৫ ডিসেম্বর) সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য দুই বছর মেয়াদি নতুন এই কমিটি গঠন করা হয়। সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জাহিদুল আলম, সহ সভাপতি এম. এ তাহের ও প্রকৌশলী এসকে মোহাম্মদ রুহুল আমিন।

ট্রেজারার নিতাই পাদা সাহা। ইসি মেম্বার হিসেবে আছেন মাফুজ উর রহমান ভূঁইয়া, আমিনুল ইসলাম, নাজনীন আক্তার, মুন্সি সিদ্দিকুর রহমান, এ.এস.এম ইয়াসির আরাফাত, সাঈফ উদ্দুল্লাহ, মো. ইরফানুল হক, শেখ মনোয়ার আহমেদ, শাহ রাফিউল কবির, এ. কে.এম কামরুল হুদা, মো. সোবাইল বিন আলম, মো. লুৎফুর রহমান, ইমরান চৌধুরী, মো. হুমায়ুন কবির টিপু ও মো. হাসিবুল বাশার।

নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দেশবাসীর কাছে নবায়নযোগ্য জ্বালানি পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন৷

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page