বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
আয়োজক কমিটির সদস্য সচিব তুষার আহমেদ এর উপস্থাপনায় আবু হাসনাত শাহীন এর সভাপতিত্বে সম্মেলন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম তালুকদার মন্টু , সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আদনান হাবিব, সহ- সভাপতি কার্তিক সরকার, চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়াসহ কুমিল্লা জেলা সতেরো টি উপজেলার আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য বৃন্দ ।
সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম তালুকদার মন্টু কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা উত্তর জেলা কমিটিতে নিম্নোক্ত নাম ঘোষণা করেন ।
কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে তুষার আহমেদ সভাপতি, ফিরোজ খাঁন সাধারণ সম্পাদক, মোঃ হাসান সাংগঠনিক সম্পাদক ।
কুমিল্লা উত্তর জেলায় আবু হাসনাত শাহীন সভাপতি, খোরশেদ আলম সাধারণ সম্পাদক, কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক ।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর বিভিন্ন দাবীর সাথে একমত পোষণ করেন এবং আগামী দিনে দেশকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন ।
আরো দেখুন: