নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বামইল স্কুল এন্ড কলেজের উদ্যেগে এলাকার ২০২১ সালে এসএসসি ও দাখিল পরীক্ষা কৃতকার্য শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এলাকার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম। আলোচনা শেষে কৃর্তি শিক্ষার্থীদে হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, নব নির্বাচিত চেয়ারম্যান হাছান রাফি রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাছান হিরন।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম বলেন, করোনা পরিস্থিতিতেও কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। গত বছরের তুলনায় এ বছর জিপিএ ৫ বেশি পেয়েছে প্রায় ৪ হাজার শ্ক্ষিার্থী।
এ সংকটময় পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশুনায় ধরে রাখতে আনন্দদায়ক শিক্ষা জরুরী। এ আয়োজন শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি ভালো ফলাফলে উৎসাহিত করবে। সুনাগরিক হিসেবে তৈরীতে সহায়ক হবে।
আরো দেখুন:You cannot copy content of this page