মোঃ জহিরুল হক বাবু।।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপির গণ সমাবেশের আগে যে ধর্মঘট করা হচ্ছে, তা গায়েবি ধর্মঘট। সমাবেশের আগে সরকারের কিছু চিহ্নিত লোকজন দিয়ে খবরের কাগজে ঘোষনা দিয়ে দেয়, আর পুলিশ দিয়ে গোন্ডা দিয়ে ধর্মঘট পালন করেন।
এই ধর্মঘটের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন এমনকি সাধারণ শ্রমিক মালিকদের কোনো ধরণের সম্পর্ক নেই। সরকারের নির্দেশে অতি উৎসাহী প্রশাসন ভয় ভীতি দেখিয়ে পরিবহন ধর্মঘট করেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা বিএনপির ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, সড়ক পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক কোন পক্ষই এই রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ধর্মঘট চায় না, সবাই ধর্মঘটের বিরুদ্ধে। কিন্তু সরকারের চাপের মুখে, ক্ষমতাসীনদের পেশীশক্তি আর দমণ-পীড়ণের কাছে নিরূপায়। কোনো কোনো এলাকায় এমন ঘটনাও ঘটেছে যে, জীবন-জীবীকার তাগিদে সড়কে গাড়ি বের করলে সরকার দলীয় ক্যাডারদেরদ্বারা হামলার শিকার হয়েছেন অনেক পরিবহণ শ্রমিক। সরকার পরিবহন সংগঠনের নাম ব্যবহার করে শ্রমিক সংগঠনগুলোকে জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করে তুলছে। দেশের ৮০ শতাংশ পরিবহন শ্রমিক বিএনপি সমর্থক। এসব গায়েবি ধর্মঘট তারা সমর্থন করে না।’
শিমুল বিশ্বাস আরো বলেন, ‘বিভিন্ন সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন, এমনকি জাতীয় সংসদেও বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহণ ধর্মঘট নিয়ে আমাকে (শিমুল বিশ্বাস) আক্রমণ করেছেন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। সংসদে দাঁড়িয়ে ধর্মঘট প্রসঙ্গে আমার নাম জড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। মোবাইল ফোনে এরকম একটি ভিডিও দেখান তিনি।
সেতুমন্ত্রীর বক্তব্য দায়িত্ব-জ্ঞানহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন শিমুল বিশ্বাস।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম সম্পাদক মিয়া মো. মিজানুর রহমান, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, আবদুর রব চৌধুরী ফারুক, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
আরো দেখুন:You cannot copy content of this page