
দেবিদ্বার প্রতিনিধি।।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহারে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে মালদ্বীপ প্রবাসী মোঃ নাসির হোসাইন এর অর্থায়নে সেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘ব্লাড ফর দেবিদ্বার’ এর সৌজন্যে রাজামেহার গ্রামের খোদা ভূঁইয়া বাড়ীতে ‘পা’ প্রতিবন্ধী মোঃ সুরুজ মিয়া (৫০) কে এই হুইলচেয়ার দেওয়া হয়।
এর আগে রাজামেহার এলাকার মোল্লাবাড়িতে পা’ প্রতিবন্ধী মোঃ সফিকুল ইসলাম মোল্লা, নৈইয়ার পাড় বাড়ীর মোঃ আলী আশ্রাফ (ফকির) কে হুইলচেয়ার সহ প্রতিবন্ধী কার্ড ও ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব এর উপদেষ্টা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, রাজামেহার ইউপি’র চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, সাংবাদিক মামুন-অর-রশিদ, এটিএম সাইফুল ইসলাম মাসুম, সাহিদ ইসলাম, মালদ্বীপ প্রবাসী নাসির, আমাদের দেবিদ্বার পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, ব্লাড ফর দেবিদ্বার’র সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ প্রমূখ।
এ ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আহাদ সরকার, ইউনিয়ন আওয়ামী সেচছাসেবকলীগের সভাপতি মোজাম্মেল হক হুমায়ুন, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সফিকুল ইসলাম কালু, মোঃ নুরুল ইসলাম সহ রাজামেহার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, ব্লাড ফর দেবিদ্বার রক্তদানকারী সংগঠনটি দেবিদ্বার উপজেলায় বিনা মূল্যে রক্তের চাহিদা মেটাতে কাজ করার পাশাপাশি গরিব ও অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়তা, প্রতিবন্ধী ও সমাজের অবহেলিত মানুষের সময় উপযোগী সাহায্য-সহযোগীতার কাজ করছেন।











