১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় হাজী ইয়াছিনের পক্ষে ৩১ দফা প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কুমিল্লার তিতাসে মাদককে লাল কার্ড প্রদর্শন ও আত্মহত্যা রোধে শিক্ষার্থীদের শপথ ২৭ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নির্বাচন   কুমিল্লায় সৌদি প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, বেঁধে রেখে লুটপাট ফ্যাসিস সরকার গত ১৫ বছর পরীক্ষার নামে উপহাস করেছে -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লায় বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা কুমিল্লায় বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও রেবিস ভেক্সিন ক্যাম্প কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের চৌদ্দগ্রামে জামমুড়া-জামপুর যাকাত তহবিলের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ, মেশিন বিতরণ

ফ্যাসিস সরকার গত ১৫ বছর পরীক্ষার নামে উপহাস করেছে -ড. খন্দকার মারুফ হোসেন

  • তারিখ : ০৯:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 80

শামীম রায়হান॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অত্র কলেজের সদস্য সচিব ড. খন্দকার মারুফ হোসেন শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয় ও পরীক্ষার অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, ফ্যাসিস সরকার গত ১৫ বছর ধরে পরীক্ষার নামে শিক্ষার্থীদের সঙ্গে উপহাস করেছে। শিক্ষা খাতকে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।”

সোমবার (২৪ নভেম্বর) বিকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ড.মোশাররফ হোসেন ফাউন্ডেশন ডিগ্রি কলেজ আয়োজিত ও কুমিল্লা উত্তর জেলা জাসাসের সহযোগিতায় ড.মোশাররফ হোসেন ফাউন্ডেশন কর্তৃক দাউদকান্দি,মেঘনা,তিতাস ও হোমনা উপজেলার বিভিন্ন কলেজ থেকে ২০২৫ সনে এইচ,এস,সি পরীক্ষায় ৫২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, নকল, প্রশ্নফাঁস, সিলেবাস পরিবর্তনের বিশৃঙ্খলা-এসবের কারণে দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু পরীক্ষার ক্ষেত্রে নয়, সামগ্রিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশও নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ড. মারুফ হোসেন বলেন,যে শিক্ষা টেকসই হবে, সেই শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজন স্বচ্ছ নীতি, যোগ্য শিক্ষক এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থাপনা। কিন্তু গত এক যুগের বেশি সময় ধরে যা হয়েছে, তা শিক্ষার চরম অবমূল্যায়ন ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিস শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে কোনো কার্যকর পরিবর্তন আনতে পারেনি।তিনি শিক্ষা খাতকে পুনর্গঠনের জন্য একটি জাতীয় কমিশন গঠনের দাবি জানান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন,ড.মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.মোঃ আবদুর রহমান৷

কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস,এম মিজানের সঞ্চালণায় ও সভাপতি মোঃ কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসেম সরকার,উপজেলা বিএনপির আহবায়হক এম,এ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপির আহবায়হক নূর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন আহমেদ,সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শওগাত চৌধুরী পিটার,ড. মোশাররফ ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচী সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক (সফর তালুকদার) ও কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ন আহবায়ক মোঃ জিন্নাত আলী প্রমূখ৷

সংবর্ধনায় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ,শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধিরাও৷

error: Content is protected !!

ফ্যাসিস সরকার গত ১৫ বছর পরীক্ষার নামে উপহাস করেছে -ড. খন্দকার মারুফ হোসেন

তারিখ : ০৯:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

শামীম রায়হান॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অত্র কলেজের সদস্য সচিব ড. খন্দকার মারুফ হোসেন শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয় ও পরীক্ষার অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, ফ্যাসিস সরকার গত ১৫ বছর ধরে পরীক্ষার নামে শিক্ষার্থীদের সঙ্গে উপহাস করেছে। শিক্ষা খাতকে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।”

সোমবার (২৪ নভেম্বর) বিকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ড.মোশাররফ হোসেন ফাউন্ডেশন ডিগ্রি কলেজ আয়োজিত ও কুমিল্লা উত্তর জেলা জাসাসের সহযোগিতায় ড.মোশাররফ হোসেন ফাউন্ডেশন কর্তৃক দাউদকান্দি,মেঘনা,তিতাস ও হোমনা উপজেলার বিভিন্ন কলেজ থেকে ২০২৫ সনে এইচ,এস,সি পরীক্ষায় ৫২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, নকল, প্রশ্নফাঁস, সিলেবাস পরিবর্তনের বিশৃঙ্খলা-এসবের কারণে দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু পরীক্ষার ক্ষেত্রে নয়, সামগ্রিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশও নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ড. মারুফ হোসেন বলেন,যে শিক্ষা টেকসই হবে, সেই শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজন স্বচ্ছ নীতি, যোগ্য শিক্ষক এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থাপনা। কিন্তু গত এক যুগের বেশি সময় ধরে যা হয়েছে, তা শিক্ষার চরম অবমূল্যায়ন ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিস শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে কোনো কার্যকর পরিবর্তন আনতে পারেনি।তিনি শিক্ষা খাতকে পুনর্গঠনের জন্য একটি জাতীয় কমিশন গঠনের দাবি জানান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন,ড.মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.মোঃ আবদুর রহমান৷

কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস,এম মিজানের সঞ্চালণায় ও সভাপতি মোঃ কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসেম সরকার,উপজেলা বিএনপির আহবায়হক এম,এ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপির আহবায়হক নূর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন আহমেদ,সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শওগাত চৌধুরী পিটার,ড. মোশাররফ ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচী সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক (সফর তালুকদার) ও কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ন আহবায়ক মোঃ জিন্নাত আলী প্রমূখ৷

সংবর্ধনায় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ,শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধিরাও৷