বুড়িচংয়ে ডেভিল হান্ট অভিযান; ৩ আওয়ামী লীগ নেতা আটক

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ৩ আওয়ামীলীগ নেতাকে আটক করে থানা পুলিশ।

(১০ ফেব্রুয়ারি ২০২৫) সোমবার সন্ধ্যায় ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.রেজাউল করিম খোকন, আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেনকে আটক করা হয়েছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মামলার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে রেজাউল ও জামালকে গতরাতে বুড়িচং থানা পুলিশ আটক করে,অপরজন আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা পুলিশ(ডিবি) আটক করে। সকাল কুমিল্লা কোর্টের মাধ্যমে দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page