বুড়িচংয়ে গাঁজাসহ অটোরিকশার চালক আটক

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা লড়িবাগ এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার রাস্তায় অভিযান পরিচালনা করে এসআই আব্দুল জব্বার ও এএসআই নুর আলমসহ সঙ্গীয় ফোর্স।

এসময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে আটক করে তল্লাসী চালিয়ে ছিটের নিচে পাওয়া যায় ১২ কেজি গাঁজা। পরে দৌড়ে পালানো চেষ্টা করে অটোরিকশা চালক জামাল হোসেন (২৯)। এ সময় পুলিশ তাকে আটক করে ।

আটককৃত মাদক কারবারীর জামাল হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page