বুড়িচংয়ে পিকআপ ভর্তি বিপুল পরিমান ফেনসিডিল গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভরাসার সোনার বাংলা কলেজের সামনে অভিযান চালিয়ে ৩শত ৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান বুধবার রাতে কুমিল্লার বুড়িচং থানার সেকেন্ড অফিসার এস আই সুজয় কুমার মজুমদার, এ এস আই মোঃ অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার সোনার বাংলা কলেজের সামনে অবস্থান নেয়।

রাত পৌনে ১১ টায় ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লাগামী একটি পিকআপ (ঢাকা- মেট্রো ন ১৪- ১৬৫৪) থামিয়ে তল্লাশি করে। এসময় ওই পিকআপ থেকে ৩শত ৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পিকআপে থাকা চালক ও অন্যান্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ পিছন থেকে ধাওয়া করে একজন’কে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলো জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের (ড্রাইভার বাড়ির) মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৪)।

এ ব্যপারে বৃহস্পতিবার সকালে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করে, আটক মাদক ব্যবসায়ী মানিক মিয়াকে কুমিল্লা আদালতে পাঠায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page